টিন কেটে দোকানে চুরি থানায় অভিযোগ দায়ের ময়নাগুড়ি ব্লকের অন্তর্গত চাঁরের বাড়ি এলাকার একটি মুদিখানা দোকান থেকে দুষ্কৃতিকারীরা ঘরের টিন কেটে দোকান থেকে, গুঠকা, পান মসলা, সিগারেট এবং তামাক জাতীয় দ্রব্য, সহ নগদ প্রায়-পাঁচ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে। দোকান মালিক যাদব রায় বলেন দুষ্কৃতিকারীরা রবিবার রাতের অন্ধকারে দোকানের চালের টিন ভেঙে মূলত নগদ টাকা সহ বিভিন্ন তামাকজাত দ্রব্য নিয়ে পালিয়ে যায়।দোকান মালিকের কথায় জানা যায়, দুষ্কৃতিকারীরা।