শবরদের পাশে দাড়ালো ব্লক প্রশাসন।মানবাজার-২ নং ব্লকের খেরিয়াডিহি শবর টোলার শ্যামলী সবর।বয়স প্রায় ৫৫ বছর। বর্তমানে তাঁর ভাইয়ের সঙ্গে থাকেন। তাঁদের দেখাশোনার জন্য আর কেউ নেই,খবর যায় প্রশাসনের কাছে। মঙ্গলবার বিকেল ৩ টা নাগাদ ব্লক প্রশাসনের পক্ষ থেকে ওই পরিবারগুলোর কাছে গিয়ে পঞ্চান আধিকারিকেরা। এবং এক নিকটবর্তী সবর পরিবারের সঙ্গে তাঁদের যুক্ত করে দেওয়া হয়। ব্লক প্রশাসন সূত্রে জানা যায় প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকমের সহযোগিতা করা হবে।