ভাতার থানার হরিবাটি গ্রামে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ খেয়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃতার নাম সন্ধ্যারানি দাস(৮০)। রবিবার সকালে বাড়িতে তিনি অনেকগুলি ঘুমের ওষুধ একসঙ্গে খেয়ে নেন। তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভির্ত করা হয়। সোমবার দুপুরে তিনি মারা যান। মানসিক অবসাদে তিনি অনেকগুলি ঘুমের ওষুধ খেয়ে নেন পরিবারের দাবি।