শনিবার সুপ্রিম কোর্টের নির্দেশে অযোগ্য শিক্ষকদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। এই তালিকায় রয়েছে মোট ১৮০৪ জনের নাম। রোল নাম্বার এবং প্রার্থী নাম দিয়ে এই তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। আর এই তালিকাতে রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যা অঙ্কিতা অধিকারীর নাম। আর এ বিষয়ে শোরগোল সর্বত্র। এ প্রসঙ্গেই রবিবার কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক কি জানিয়েছেন শুনে নেব।