রবিবার সকালে মেমারি দু'নম্বর ব্লকে অধীনে সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাতগেছিয়া সিদ্ধেশ্বরিতলা সার্বজনীন দূর্গা উৎসব সমিতির পরিচালনায় স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন স্বেচ্ছায় রক্ত দান করেন। সংগৃহীত রক্ত বর্ধমান টেরেসা ওম ব্লাড সেন্টারের হাতে তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে।প্রত্যেক রক্ত দাতা কে একটি করে চারা গাছ দেওয়া হয়।