মঙ্গলবার বিকেলে নাগরাকাটার ডায়না নদীর বাধের উপর বুনো হাতির দল চলে এল। হাতির দলটি প্রথমে ডায়না নদীতে স্নান করে জল খেয়ে। বাধের উপর উঠে যায়।এরপরই খবর পেয়ে ডায়না রেঞ্জের বনকর্মিরা এসে হাতির দলটিকে জঙ্গলে ঢুকিয়ে দেয়।পরে হাতির দলটি রেডব্যাংকের সামনে ১৭ নং জাতীয় সড়কের ধারে চলে আসে। সেখানেও বনকর্মিরা পৌঁছে গিয়েছে।