শালবনী নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে পশ্চিম মেদিনীপুর জেলা বিদ্যালয় ক্রীড়া পর্ষদের উদ্যোগে আয়োজিত হলো ৬৯তম জেলা বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫। অনূর্ধ্ব ১৪, ১৭ ও ১৯ স্তরে বালক-বালিকা মিলিয়ে ৬৪টি ইভেন্টে ৩০০ জনেরও বেশি প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হয়।