ফের ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিককে মারধরের অভিযোগ উঠল উড়িষ্যা প্রশাসনের বিরুদ্ধে। এদিন রবিবার বিকেল 3টা নাগাদ জানা গিয়েছে গাজোল থানার অন্তর্গত গাজোল ২ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার ছিলিম পুর এলাকার ৩৫ বছরের ১বাসিন্দা বিনয় বেসরা উড়িষ্যায় ব্রিজ তৈরীর কাজে গায়েছিলো। উড়িষ্যায় পৌঁছানোর পরে যে ঠিকাদারের তত্ত্বাবধানে ওই পরিযায়ী শ্রমিক কাজে গিয়েছিলেন তার সাথে আর যোগাযোগ সম্ভব হয়নি বলেই জানাচ্ছেন ওই পরিযায়ী শ্রমিক।। উড়িষ্যার স্থানীয় এক গ্রামে প্র