কমল ডুলু্ং নদীর জল, সচল হল ঝাড়গ্রাম চিল্কীগড়ের যান চলাচল। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাতের কারণে জামবনি ব্লকের চিল্কীগড় কজওয়ে গত দুদিন ধরে অবরুদ্ধ হয়ে যায়। বিচ্ছিন্ন হয জেলা সদর ঝাড়গ্রামের সঙ্গে জামবনির ব্লক সদর গিধনির যোগাযোগ ব্যবস্থা। সোমবার দুপুর নাগাদ সচল হয় যোগাযোগ ব্যবস্থা। ডুলুং নদীর জল কমায় স্বাভাবিক হয় ঝাড়গ্রামের সঙ্গে জামবনি ব্লকের যোগাযোগ ব্যবস্থা।