দাসপুর ২ ব্লকের গোপিগঞ্জ এলাকায় চন্দ্রেশ্বর খালের উপরে যাতায়াতের জন্য অস্থায়ীভাবে রাস্তা তৈরি করা হয়েছে এবং সেই রাস্তাগুলি বড় বড় সিমেন্টের চাহি দিয়ে নিচে জল পাশ করার জন্য পোল রাখা ছিল। যা যাচ্ছি বৃহস্পতিবার বিকেল পাঁচটার সময় এক ব্যক্তি মাছ ধরতে নেমেছিল সেই চন্দ্রেশ্বর খালে এবং জল পাস করার জন্য যে পোলছিল সেখানেই ঢুকে যায়।