সাগরপাড়ায় পাইপগান ও গুলি উদ্ধার, দুই যুবক গ্রেফতার রবিবার রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপাড়া থানার এএসআই কৌশিক বর্মন ও সঙ্গী বাহিনী দেবীপুর মাঠ এলাকা থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেন। ধৃতদের নাম ইমদাদুল শেখ (৩১) ও থান্দু ওরফে তন্তু শেখ (৪৬), দুজনেই সাগরপাড়া থানার অন্তর্গত সাতভাইপাড়া গ্রামের বাসিন্দা। তল্লাশিতে ইমদাদুলের কাছ থেকে একটি দেশি পাইপগান এবং থান্দুর কাছ থেকে দুটি দেশি তৈরি কার্তুজ উদ্ধার হয়। বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ