বটরসী গ্রামের মঞ্জুরীকৃত রাস্তার কাজ বৃষ্টি উঠার সঙ্গে সঙ্গেই শুরু হবে,জানালো জেলা মাইনোরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার শ্রীভূমি জেলা মাইনোরিটি ডেভেলপমেন্ট বোর্ডের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন,দঃ করিমগঞ্জ সমষ্টির সংগে নূতন সংযোগ হওয়া প্রশারপুর গাঁও পঞ্চায়েতে বটরসী গ্রামের ২০২২-২৩ ইংরেজির মঞ্জুরীকৃত রাস্তার কাজ বৃষ্টি উঠার সঙ্গে সঙ্গেই আগামী সপ্তাহের মধ্যে আবার কাজ আরম্ভ হবে এবং এসব নিয়ে জনসমক্ষে বিভ্রান্তি না ছড়াতে অনুরোধ জানান ইকবাল।