লোহাপুর সার্বজনীন দূর্গা পূজা কমিটির দূর্গাপূজো ৮৯ তম বর্ষে পা রাখলো। অপরূপ মায়ের প্রতিমা ও আলোকসজ্জায় নজর কারবে এলাকাবাসীর ।এবারে তাদের পূজোর বাজেট তিন লাখ পঁচাশি হাজার টাকা। চার দিন ধরেই রয়েছে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। এবারই তাদের ভাবনা প্যান্ডেলের প্রবেশ দ্বারেই রয়েছে গ্রাম বাংলা থেকে হারিয়ে যাওয়া নানান স্মৃতি।