পারিবারিক অশান্তির জেরে কীটনাশককে গুরুতর অসুস্থ হলো এক যুবক পাড়াতল এলাকায়। দ্রুত পরিবারের লোকজন জামালপুর হাসপাতালে নিয়ে এসেছে চিকিৎসা করায় ওই যুবককে জামালপুর হাসপাতালে রাখা হয়েছে চিকিৎসার জন্য বলে জানা গেছে। পরিবার সূত্রে জানা গেছে ওই যুবকের নাম সুব্রত মুদি পাড়াতল এলাকার বাসিন্দা।