মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে ৫৫ হাজার কিউসেক জল ছাড়লো DVC ফের নিম্নচাপের ফলে রাজ্যের দক্ষিণ বঙ্গের বিভিন্ন জেলার সাথে সাথে ঝাড়খন্ড রাজ্যেও হচ্ছে গত কয়েকদিন থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ঝাড়খন্ড রাজ্যের বৃষ্টির ফলে বাংলা ঝাড়খন্ড সীমানার দুই জলাধার আসানসোলের মাইথন এবং পাঞ্চেত জালা ধারে অতিরিক্ত চাপ না পড়ে তারজন্য ছাড়া হচ্ছে জল। গত এক মাস থেকে ধাপে ধাপে চলছে এই প্রক্রিয়া। সে আজ ফের জল ছাড়লো DVC। অর্থাৎ জল ছাড়া অব্যাহত রয়েছে ডিভিসির। মাইথন ও পাঞ্চেত দুই