গত রবিবার বিকেল আনুমানিক বিকেল ৫ টা ৩০ মিনিটের সময় অজ্ঞাত কারণে প্রতাপনগর ঘরামি পাড়ার বাসিন্দা ইউনুস সেখ বযস ৬২ বাড়ির পাশে গাছে গলায় দড়ি দেন,পরিবারের লোকজন দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে তাকে নিয়ে আসে নাজিরপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। এর পরেইউনুস সেখের মৃতদেহ সংরক্ষণের জন্য রাখা হয তেহট্ট মহকুমা হাসপাতালের মর্গে।