বিষক্রিয়ায় মৃত্যু হল এক গৃহবধুর । জঙ্গলমহলের আরসা থানা এলাকার ঘটনাটি ঘটেছে । গত ২৮ তারিখের ঘটনা হলেও তারপর থেকে পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন থাকা ওই মহিলা আজকে মারা যান । মৃতার নাম জয়ন্তী মাহাতো । বাড়ি আরসা থানার বীরচালি এলাকায় । ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তে দেহটি সুরতহাল হওয়ার পর আজকে মর্গে পাঠানো হয় । আগামীকাল দেহটির ময়না তদন্ত করানো হবে বলে পুলিশ জানিয়েছে ।