পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের জামশেদ ভবনে CPIM এর সাংগঠনিক বৈঠক। আজ সাড়ে পাঁচটা নাগাদ কেশপুরের জামশেদ ভবনে CPIM রাজ্য নেতা তাপস সিনহাকে দলের সাংগঠনিক বৈঠক করতে দেখা গেল। মূলত ২৬ এর বিধানসভা ভোটকে সামনে রেখে দলের রণকৌশল এবং কেশপুর ব্লকের সাংগঠনিক কর্মসূচির সাথে সাথে ব্লক নির্বাচন কমিটি তৈরি করলেন