যাত্রীবাহী ট্রেকার দুর্ঘটনায় পা কেটে পড়লো হরিহরপাড়া রাজ্য সড়কে হরিহরপাড়া রাজ্য সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় রক্তাক্ত জখম হলেন এক বৃদ্ধ। বুধবার দুপুরে হরিহরপাড়া থানার ডল্টনপুর বোলতলা পাড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। আহত বৃদ্ধের নাম মাওলা বক্স (৫৫), বাড়ি স্বরুপপুর নতুনপাড়ায়। স্থানীয় সূত্রে জানা যায়, খাদ্যসুরক্ষা কার্ডের কাজের জন্য তিনি সাইকেলে করে ডল্টনপুরে বোনের বাড়ি যান। সেখানে সাইকেল রেখে বহরমপুরের উদ্দেশ্যে যাত্রীবাহী এক ট্রেকারে