পুরুলিয়া জেলা বিজেপির সভাপতি শংকর মাহাত চাষের মরসুমে জমিতে চাষের কাজের জন্য লাঙ্গল দেওয়ার ছবি তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন চাষের কাজ করার আনন্দ টাই আলাদা,একজন চাষী হিসাবে গর্ব বোধ করি।বিজেপির জেলা সভাপতির সেই পোস্ট রবিবার রাত্রে পুরুলিয়ার পাড়া বিধানসভার বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে লিখেছেন মাটির মানুষ আমাদের জেলা সভাপতি।বিধায়ক নদিয়ার চাঁদ বাউরি জানান আমাদের দলের জেলা সভাপতি আমাদের গর্ব।