ইমাম মুয়াজ্জিন এসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের ঝাড়গ্রাম জেলা কমিটির রিনিউয়ালের মাধ্যেমে বৃহস্পতিবার দুপুরে গঠিত হলো নতুন কমিটি। পাঁচ বছর অন্তর মুসলিম সম্প্রদায়ের ইমামদের এই কমিটি রিনিউয়াল হয়।ঝাড়গ্রাম জেলার একটি কমিটি এবং আটটি ব্লকের পাঁচটি কমিটি গঠিত হয়। ঝাড়গ্রাম ,সাঁকরাইল, জামবনি তিনটি পৃথক ব্লক কমিটি এবং বিনপুর-১ ও বিনপুর ২ ব্লক কে নিয়ে একটি ব্লক কমিটি এবং গোপীবল্লভপুর এক, দুই ও নয়াগ্রাম ব্লককে নিয়ে একটি ব্লক কমিটি মোট পাঁচটি ব্লক কমিটি।