শুক্রবার শীতলকুচি বাজারে সিপিআইএমের পক্ষ থেকে মিছিল অনুষ্ঠিত হয়। শীতলকুচি দক্ষিণ পাড়া সিপিআইএম পার্টি অফিস থেকে এই মিছিল বের হয়ে গোটা শীতলকুচি বাজার পরিক্রমা করে। জানা যায় আগামী সাতই সেপ্টেম্বর শীতলকুচি কমিউনিটি হলে শীতলকুচি ব্লক সারা ভারত কৃষক সভার ১৬ তম সম্মেলন অনুষ্ঠিত হবে। আর এই সম্মেলনকে সাফল্যমন্ডিত করে তুলতে এই মিছিল ।