রানাঘাটের কামালপুরের পুজো এবার হচ্ছে, জানালো পুজো কমিটির এক সদস্য, গত বছর শুরু হয়েছিলো বিশ্বের সবচেয়ে বড়ো দূর্গা পুজো করার প্রক্রিয়া কিন্তু কিছু টেকনিক্যাল কারণে টা আটকে যায় যার ফলে কামালপুর গ্রামের বাসিন্দারা ভীষণই হতাশ হয়ে পড়েন, এবারেও তাঁরা খুঁটি পুজো করে পুজোর আয়োজন শুরু করে কিন্তু আজ এই পুজোর স্থানে রানাঘাট পুলিশ জেলার পুলিশ আধিকারিক পৌঁছাতেই গ্রামবাসীদের মধ্যে গুঞ্জন সৃষ্টি হয় তবে কি এবারেও হবে না এই পূজো? কিন্তু পুলিশ প্রশাসন চলে যেতেই পূজো