জানা যায় বিশালগড় এর মধ্যে বড় খেলার মাঠ বিশালগড় দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের স্কুল মাঠ। এই মাঠের মধ্যে বিভিন্ন খেলাধুলা করা হয়। এই মাঠের মধ্যে রাতেই চলে নেশার রমরমা আড্ডা কার বাড়িতে কোন মন্দিরে করা হবে চুরি তা পরিকল্পনা করা হয় বলে রবিবার সকালে অভিযোগ করলেন এলাকার জনগণ। এখন দেখার বিষয় খবর প্রকাশিত হবার পর প্রশাসন কি ভূমিকা গ্রহণ করে।