বাগবাসা বিধানসভার চুড়াইবাড়ি থানার অন্তর্গত বালিছড়া গ্রাম পঞ্চায়েতের কাঠোয়া ছড়া গ্রামের ১নংওয়ার্ডে পানিয় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা। প্রায় ২০০টি পরিবার এই এলাকায় বসবাস করে । তবে পানীয় জলের একমাত্র উৎস হল একটি মাত্র রিংকল । যা বর্তমানে জন সাধারণের পনিওজলের চাহিদা মেটানোর যোগ্য না। ওই এলাকার মানুষ হাতজোড় করে মুখ্যমন্ত্রী দৃষ্টি আকর্ষণ চাইছেন তারা যেন দূষণমুক্ত পানীয় জল পান করতে পারেন সেই দাবিতে।