আজ রাত্রে বরাকুলি বাজারে পথ দুর্ঘটনায় আহত এক সাইকেল চালক যারা গিয়ে শোককে সাইকেল চালক বড়া করে দিক থেকে বেশি বাগানের পথে আসছিলেন সীমন্ত অবস্থায় বরাকরির বাজারে উলটো দিক থেকে একটি মোটরসাইকেল চালক কি সজলে ধাক্কা মারে ঘটনাস্থলে আহত সাইকেল চালক স্থানীয় লোকজনের তাৎপরতায় উদ্ধার করে নিয়ে আসা হয় গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য সাইকেল চালককে সেখানে কর্তব্যরতা চিকিৎসা প্রাথমিক চিকিৎসা করার পর অবস্থার অবনতি ঘটলে স্থানান্তর করেন ডোমকল মহকুমা হাসপাতালে