রাস্তায় স্মার্ট ফোন কুড়িয়ে পেয়ে আসল মালিকের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার অনন্য নদীর সৃষ্টি করল বিশিষ্ট সমাজজীবী মানালি মেহতা দে। গত বৃহস্পতিবার রাত্রি নটা নাগাদ বহরমপুর কৃষ্ণনাথ কলেজ ঘাট সংলগ্ন হনুমান মন্দিরের রাস্তায় একটি স্মার্টফোন দেখতে পান মানালি মেহেতা দে, তারপরেই তিনি ওই মোবাইলের প্রকৃত মালিক সেটি খোঁজার চেষ্টা করে কে। অবশেষে মোবাইলের প্রকৃত মালিক খুঁজে তার হাতে আজ আনুমানিক রাত্রি আটটা বেজে ৩০ মিনিট নাগাদ মোবাইল ফেরত দিয়ে