অতিবৃষ্টির জেরে জলের তোড়ে ধসে যায় মঙ্গলকোটের কোগ্রাম থেকে সাগিরা, কুরগ্রাম যাওয়ার রাস্তাটি একাংশ। ফলে ওই রাস্তা দিয়ে যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায়। গতকাল বিধায়ক অপূর্ব চৌধুরীর পর শনিবার রাস্তার ভাঙন ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার। তিনি এদিন আনুমানিক বিকাল ৫টা নাগাদ জানান, রাস্তাটিকে আগামীকাল থেকেই চলাচলের উপযোগী করে তোলা হবে।