রায়গঞ্জে SSC র পরীক্ষা মোটের ওপর নির্বিঘ্নে শেষ হলো, প্রশ্ন সহজ ছিল, পরীক্ষা দিয়ে বের হয়ে জানালেন পরীক্ষার্থীরা৷ রবিবার দুপুরে পরীক্ষার্থীদের সাথে কথা বললে তারা জানান, আমরা চাই যোগ্য শিক্ষকদের চাকরি আগে হোক। তারাই যাতে চাকরি পান। প্রসঙ্গত উত্তর দিনাজপুর জেলার ২২টি পরীক্ষাকেন্দ্রে প্রায় আট হাজার পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিলেন। রায়গঞ্জ মহকুমায় ১৬টি পরীক্ষাকেন্দ্র। বাকি ইসলামপুর মহকুমাতে।