শান্তির বাজার প্রতিনিধিঃ- রিপোর্ট বাহাদুর ত্রিপুরা,,, লোকজনদের আয়ুরবেদিক চিকিৎসা পরিষেবা প্রদানের লক্ষ্যে কোলকাতা থেকে ছুটে আসলো কৃষানু বক্সী। কোলকাতার বাসিন্দা কৃষানু বক্সী বিগতদিনের জনগনের সেবায় নিয়োজিত ছিলেন। তিনিপেশায় আর্মি ছিলেন। বর্তমান সময়ে তিনি অবসর হয়েছেন। আর্মিতে থাকাকালিন তিনি দেশের জন্য ও জনগনের জন্য কাজকরেগেছেন। বর্তমানসময়ে তিনি অবসরপ্রাপ্তহয়ে পুনরায় জনগনের স্বার্থে কাজকরার পরিকল্পনা হাতেনিয়েছেন।