সদ্য শিক্ষারত্ন প্রাপক রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সায়েন্সের ডিন তথা অঙ্কের অধ্যাপক ডঃ অশোক দাসকে সংবর্ধনা দিলো রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়। শুক্রবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রিয়রঞ্জন দাশমুন্সি সভাগৃহে বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষারত্ন অশোক দাসকে সংবর্ধিত করা হয়। এদিন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের টিচার্স কাউন্সিলের সভাপতি অধ্যাপক দেবাশীষ বিশ্বাস বলেন, টিচার্স কাউন্সিলের পক্ষ থেকে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।