আলিপুরদুয়ার জংশন কালীবাড়ি গণপতি ইউনিট এর তরফ থেকে তৃতীয় বর্ষ গণেশ পূজা অনুষ্ঠিত হলো। গনেশ পূজা উপলক্ষে দর্শকদের ভিত উপচে পড়লো মন্ডপে এমনটাই দেখা গেছে বুধবার রাত সাতটা নাগাদ। একদিকে আলোকসজ্জা অন্যদিকে প্যান্ডেল দর্শকদের মন কেড়ে নিয়েছে সংস্থার কর্মকর্তারা। আলিপুরদুয়ার জংশনের দুর্গা পূজা কালী পূজা মনসা পূজার পর এবার গণেশ পূজার প্যান্ডেল তাক লাগিয়ে দিয়েছে দর্শকদের।