দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের মহাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীন দিলকন্ঠী কৃষি সমবায় সমিতির নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়াল। শনিবার দুপুর ১২ টা নাগাদ ভোটের দিনেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে।তৃণমূল কংগ্রেসের দাবি, সংঘর্ষে তাদের অন্তত দু’জন কর্মী আহত হয়েছেন। অন্যদিকে বিজেপির অভিযোগ, তৃণমূল কর্মীরা হামলা চালিয়ে তাদের অন্তত তিনজন সমর্থককে গুরুতরভাবে জখম করেছে। আহতদের স্থানীয় রশিদপুর জামিন হাসপাতালে ভর্তি করা হয়েছে।