টানা বৃষ্টিপাতের কারণে বাড়ল ডডরা খালের জল, বিচ্ছিন্ন ডডরা গ্ৰাম। বিনপুর 2 ব্লকের সন্দাপাড়া গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত এই ডডরা গ্ৰামে প্রবেশ করতে গেলে খাল পেরোতে হয়। রাঙ্গামেটিয়া গ্ৰামের পরেই খাল পেরিয়ে যাওয়া যায় ডডরা গ্ৰামে। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিপাতের কারণে খালের জল বাড়তেই চরম সমস্যায় পড়েছেন ডডরা গ্ৰামের মানুষ। শুক্রবার দুপুর নাগাদ এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা দীপঙ্কর নায়েক জানান এই সময় কেউ অসুস্থ হলে তাঁর চকিৎসা করানো যাচ্ছে না।