গত বছরের মত এবছরও শারদ উৎসব উপলক্ষে ৯ লক্ষ ৯০ হাজার রেশন গ্রাহক কে এক কিলো চিনি ,দুই কিলো ময়দা এবং ৫০০ গ্রাম সুজি বিনামূল্যে শারদ উপহার দেবে খাদ্য দপ্তর ।গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।গোটা অক্টোবর মাস ব্যাপী রেশন গ্রাহকরা এই পুজো উপহার রেশন থেকে সংগ্রহ করতে পারবেন ।এ দিন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী এই সংবাদ জানিয়েছেন।