এক ব্যক্তির ফোন নাম্বার ব্যবহার করে whatsapp চালানোর অভিযোগ উঠল সাইবার অপরাধীদের বিরুদ্ধে। ঘটনাটি দেগঙ্গা ব্লকের আরজুল্লাপুর গ্রামের ঘটনা। সোমবার সন্ধ্যা ৫:৫০ মিনিট নাগাদ দেগঙ্গা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন শ্রীদাম সরদার নামে এক ব্যক্তি। শ্রীদামের দাবি মাস দেড়েক আগে তার ফোন নাম্বারে একটি ফোন আসে। স্থানীয় গোসাইপুর গ্যাস অফিসের পরিচয় দিয়ে তার কাছ থেকে প্রয়োজনীয় নথি এবং একটি ওটিপি নেয়। সরল বিশ্বাসে ওটিপি দিয়ে দেয় শ্রীদাম। কিন্তু গত দুইদিন