দুর্গাপুরে সগরভাঙ্গা গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানার গেটের সামনে বিক্ষোভ কারখানার মূল গেট বন্ধ করে স্থায়ী শ্রমিকরা মঙ্গলবার দুপুর তিনটের সময়। স্থায়ী শ্রমিকদের সাথে অস্থায়ী শ্রমিকরা এই বিক্ষোভ সামিল হন। বিক্ষোভ চলছে বেশ কিছু দাবি-কে সামনে রেখে মেডিকেল সুবিধা থেকে বঞ্চিত সহ একাধিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে শ্রমিকরা। কোর কমিটির বিরুদ্ধে ও শ্রমিকরা খোব উগড়ে দেন।