খড়্গপুরে বিধায়ক এর প্রতিশ্রুতি পূরণ, খড়গপুর শহরের ১৫ নম্বর ওয়ার্ডের মথুরাকাঠিতে খড়্গপুরের বিধায়ক ডঃ হিরন্ময় চট্টোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন কংক্রিটের রাস্তা তৈরি করার। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পালা। ওয়ার্ড নাম্বার ১৫ চুনাবস্তি থেকে পাঞ্জাবি ঘর পর্যন্ত, অর্থাৎ প্লট নম্বর ১৮৯সি থেকে প্লট নম্বর ২৩১এ পর্যন্ত, রেলওয়ের QBC - N9087B অঞ্চলে প্রায় ২০০ মিটার দীর্ঘ কংক্রিট রাস্তাটির নির্মাণকাজ হিরনের বিধায়ক তহবিলের টাকায় তৈরি হতে চলেছে।