বৃহস্পতিবার দুপুরে পুরুলিয়ার নিতুড়িয়ার সড়বড়িতে অবস্হিত পঞ্চকোট কলেজের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে উপস্থিত হলেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সাংসদ অরুপ চকবর্তী সহ বহু বিশিষ্টজনেরা।এদিন পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ হয়।কলেজের অধ্যক্ষ সপ্তর্ষি চক্রবর্তী,রজত জয়ন্তী উদযাপন কমিটির কনভেনার শান্তিপ্রিয় গুরু জানান, আজ বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর ও 12সেপ্টেম্বর দুদিন ধরে সরবড়ি পঞ্চকোট কলেজের রজত জয়ন্তী উদযাপন বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ।