তৃণমূলের ব্লক সভাপতি ঘোষণার দু সপ্তাহের মাথায় রবিবার ঘোষণা হল তৃণমূলের কালচিনি ব্লক কমিটি। রবিবার সন্ধ্যা ছটা নাগাদ কালচিনি ব্লক তৃণমূল কার্যালয়ে থেকে ব্লক কমিটির ঘোষণা করেন ব্লকের সভাপতি পেমা লামা। জানা গিয়েছে এবারের ব্লক কমিটিতে ১৬ জনকে সহ-সভাপতি, ১১ জনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। পাশাপাশি সম্পাদক ও এক্সিকিউটি ভ সদস্যের মধ্যে অনেক জনকে রাখা হয়েছে। জানা গেছে এবারের কমিটিতে স্থান পেয়েছেন দীর্ঘদিন ধরে সক্রিয় রাজনীতিতে নেই এমন নেতৃত্বরাও।