গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী এক ব্যক্তি। শোকের ছায়া মুর্শিদাবাদ জেলার সালার থানার দত্ত বরুটিয়া গ্রামের দাস পাড়ায়। মৃতের নাম কড়ি দাস। জানা গিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন থেকেই রোগে ভুগছিলেন। বৃহস্পতিবার তাঁর চিকিৎসা করা হলে বিভিন্ন রোগে আক্রান্ত বলে জানা যায়। আর এই মানসিক চাপে শুক্রবার সকালে গ্রামের তেতুল গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে ঐ ব্যক্তি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সালার থানার পুলিশ। শুক্রবার বিকেলে মৃতদেহ ময়নাতদন্ত সম্পন্ন হয়।