অবশেষে ১৬ কোটি টাকা গচ্ছা সংক্রান্ত বিষয় নিয়ে মুখ খুললেন মেয়র ।তিনি জানান হায়দ্রাবাদের একটি ফ্রড সংস্থা জাল চেক ব্যবহার করে ব্যাংক থেকে আগরতলা পৌর নিগমের ১৬ কোটি টাকা তুলে নিয়ে গেছে। বিষয়টি নিয়ে পশ্চিম থানায় অভিযোগ জানানো হয়েছে। ব্যাঙ্কে রাখা সব টাকা ফেরত চেয়ে ইউকো ব্যাংক কর্তৃপক্ষকে নিগমের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান মেয়র দীপক মজুমদার।