খোয়াইয়ের গৌরাঙ্গ টিলা এলাকাতে রাম ঠাকুরের মহন্ত মহারাজার আগমনে ভক্ত প্রাণ মানুষের উপচে পড়া ভিড় পরিলক্ষিত হয়। এদিন সারাদিন যাবত হরিনাম সংকীর্তন এবং দীক্ষা প্রদান করা হয়। একে কেন্দ্র করে খোয়াই জেলার রাম ঠাকুরের দীক্ষিত ভক্তবৃন্দদের বড় সংখ্যায় উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিন দুপুর ২ টা নাগাদ দেখা যায় অনেকেই দীক্ষা গ্রহণ করছেন, কেউবা সংকীর্তন শুনছে।