বিষ খেয়ে মৃত্যু হল দশম শ্রেণীর এক ছাত্রীর । পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রীর নাম সীতা রানী টুডু (১৬)। বাড়ি জামবনি থানার বড় পিন্ডরা গ্রামে। মঙ্গলবার দুপুরে দেহ ময়নাতদন্ত হয় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ মর্গে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার বাড়ির মধ্যে কীটনাশক বিষ খায় ওই ছাত্রী। পরিবারের সদস্যরা উদ্ধার করে ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। সোমবার রাত্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।