বৃহস্পতিবার মধ্যরাতে কংসারপুরমোড় সংলগ্ন NH2 হাইরোডে এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। মৃত যুবকের নাম মনীষ কুমার যাদব। বয়স আনুমানিক ২৩ বছর। বাড়ি বিহারের বাঁকা জেলায়। পুলিশ ও পরিবার সূত্রে জানা যায় কলকাতা থেকে চার চাকা গাড়ি চালিয়ে বিহারে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলো ওই যুবক।