This browser does not support the video element.
ঝাড়গ্রাম: ঝাড়গ্রামের হদহদী এলাকায় দাঁপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল হাতি, নষ্ট প্রায় ৭ কাঠা জমির ধান চাষ
Jhargram, Jhargam | Sep 4, 2025
বৃহস্পতিবার বিকেলে ঝাড়গ্রামের হদহদী এলাকায় দাঁপিয়ে বেড়ালো দলছুট দাঁতাল হাতি। দাঁতাল হাতির তাণ্ডবে নষ্ট প্রায় ৭ কাঠা জমির ধান চাষ। জানা গেছে খাবারের সন্ধানে দলছুট দাঁতাল হাতিটি জঙ্গল ছেড়ে লোকালয়ে চাষের জমিতে তান্ডব চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হুলা পার্টির সদস্যরা। এলাকার বাসিন্দাদের বক্তব্য বছরের বেশিরভাগ সময় দাঁতাল হাতির তান্ডব অব্যাহত।