জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বেরিয়ে এক বাইসন লোকালয়ে আসায় আতঙ্ক তৈরি হয়েছে। বুধবার সকাল থেকে আলিপুরদুয়ার -১ ব্লকের শালকুমার বায়ার মোড়,প্রধান পাড়া এলাকায় একটি বাইসনকে ঘরে স্থানীয় মানুষদের মত আতঙ্ক ছড়ায়। এরপরই খবর দেওয়া হয় বন দপ্তরের কাছে।জলদাপাড়া জাতীয় উদ্যান থেকে বন কর্মীরা এলাকায় পৌঁছে বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা করে।