রবিবার শালতোরা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শালতোড়া নেতাজী সেন্টিনারী কলেজ বিজয়া সম্মেলন ও পুরাতন দলের কর্মীদের সম্মান জ্ঞাপন করা হয়।এই কর্মসূচি তে উপস্থিত ছিলেন বাঁকুড়া জেলা সাংসদ অরূপ চক্রবর্তী বাঁকুড়া পৌরসভার চেয়ারম্যান, বাঁকুড়া সাংগঠনিক জেলা inttuc সভাপতি রথীন ব্যানার্জী।