গত ১৩ দিন ধরে নিখোঁজ কাঁকসার এক আদিবাসী মহিলা।কাঁকসা থানায় ওই মহিলার নিরুদ্দেশ হওয়ার অভিযোগ জানালেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায় নি বলে অভিযোগ।কাঁকসার কাঁঠাল ডাঙার ঘটনা।নিখোঁজ মহিলাকে উদ্ধারের দাবিতে রবিবার কাঁকসা থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় আদিবাসী মানুষেরা ও বাম কর্মীরা।নিরুদ্দেশ হওয়া মহিলার পরিবারের সদস্যরা জানিয়েছেন,নিখোঁজ হওয়ার সময় থানায় অভিযোগ জানোনো হলেও এখনো পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।তাই ফের তারা থানায় অভিযোগ জানান।