১৬ বছরের নাবালিকাকে ধর্ষণের দায়ে দুই যুবককে আটক করছে পুলিশ। ঘটনাটি ঘটেছে রাধাকিশোরপুর মহিলা থানার অন্তর্গত উদয়পুর রেল স্টেশন এলাকায়। সংবাদে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা আনুমানিক সাতটা নাগাদ মিঠুন দেবনাথ(২৪), বুয়ার দেববর্মা(২৪) বাড়ি সিপাহীজলা জেলার মোহনভোগ এলাকার বাসিন্দা এক নাবালিকা কন্যাকে TR07 3545 ওয়াগনার গাড়ি করে উদয়পুর রেল স্টেশন নিয়ে যায় এবং রেল স্টেশনে নিয়ে গিয়ে গাড়িতেই নাবালিকা মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে।